রবিবার, ৮ মে, ২০১৬

মা

চেতনারও আগে
আপন পেলাম যাকে
যার দেহরস করে পান
সতেজ হলো আমার প্রাণ


তারই দেয়া ভাব ভাষা
আজও জোগায় স্বপ্ন আশা
এই জীবনের ভাজে ভাজে
প্রতিটিদিন সকাল সাঝে
অনুভূতির প্রান্তজুড়ে
তারই মমতা ভালোবাসা


বাহিরেতে নাই সে আজ
ভেতর জুড়ে তারই রাজ
তার প্রাণের পরশ মাখা
আমার প্রাণের সকল শাখা
তারই প্রতি সমর্পিত
সকল ভালো কাজ



ঢাকা, মে ২০১৬ (মা দিবস)

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

কোলাকুলি

ঈদের দিনে কোলাকুলি
সব ভেদাভেদ ভোলাভুলি
আসলে কি তাই?

জবাব আছে কারো কাছে?
না, জবাব নাই!!!

-----------
১৮ জুলাই ২০১৫ 
(১১.৩০)
ঢাকা

সোমবার, ৬ জুলাই, ২০১৫

ঈদ

ঈদের তারিখ সবাই জানে
মানে জানে ক’জন?
ঈদ কি কেবল ভোগের ব্যাপার?
নাকি সাধন ভজন?

ঈদ আসে আর ঈদ চলে যায়
বছরে দু’বার
প্রতি বছর তবু কেন
বাড়ছে হা-হা-কার?

ঈদ নাকি ভাই সাম্য শেখায়
শেখায় ত্যাগের মন্ত্র
বাস্তবে ভাই বহুগুণে
বাড়ছে শোষণ যন্ত্র!!!


৬ জুলাই ২০১৫

বুধবার, ২৫ মার্চ, ২০১৫

স্বাধীনতার ছড়া


তোমাদের কষ্টার্জিত স্বাধীনতা
আমার অনায়াস প্রাপ্তি
ধরেছি দৃপ্ত হাতে
শ্রম ও ত্যাগে হবো প্রস্তুত
উঁচু মস্তকে হবো দন্ডায়মান
সকল জাতির সাথে


স্বাধীনতার স্বাদ
করেছে অবাধ
এগিয়ে যাওয়ার দিন
সমৃদ্ধ দেশ গড়ে শুধিব
পূর্বজদের ঋণ

২৫ মার্চ ২০১৫, ঢাকা।